আলমডাঙ্গার কয়েকটি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও হারদী ইউনিয়ন পরিষদ, পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু এগিয়ে” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। হারদী ইউনিয়নের সচিব সোহরাব উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, এমএস জোহা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, এমএস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ হামিদুল হক, মীর শামসুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর খৈয়াম, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেদুল রশিদ, বিএম এর শিক্ষক তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ জোয়ার্র্দ্দার, এমএস জোহা পলিটেকনিক ইনস্টিটিউটের হিসাব সহকারী আশরাফুল হক, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম সদু, ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমিনা খাতুন, আবুল কালাম আজাদ, শেখ শাহনুর টিপু, আবু বকর সিদ্দিক, মুনতাজ আলী, সিদ্দিকুর রহমান, মুনছুর আলি, আজিজুর রহমান হীরক, খায়রুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, হিসাব সহকারী জিয়াউর রহমান, গ্রাম আদালত সহকারী সাগরী খাতুন, উদ্যোক্তা মাহফুজুর রহমান ও মেরিনা খাতুন। সভায় প্রধান অতিথিকে হারদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবার ও ইউনিয়নের উন্নয়ন মুলক চিত্র প্রদর্শন এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে তিনি আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।
ছবি: হারদী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনার।