আলমডাঙ্গা কলেজপাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ার সাবেক ব্যাংকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আর নেই। (ইন্নালিল্লাহি…….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। গতকাল রোববার বাদ আছর দারুস সালাম চত্বরে গার্ড অফ অনারে জানাজা শেষে দারুস সালাম গোরস্তানে দাফন করা হয়েছে। জানা গেছে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য গত শনিবার বেলা সাড়ে ১১টার চিত্রা ট্রেনে ঢাকা যাত্রা করেন। এয়ারপোর্ট স্টেশনে নেমে হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সময় মিরপুর থানার অদুরে হঠাৎ হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান। মৃত্যুর পর তার সাথে কোনো লোকজন না থাকায় মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। মিরপুর থানা পুলিশ পরবর্তীতে তার কাছে থাকা মোবাইলের মধ্যেমে তাকে সনাক্ত করে। পুলিশ তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার ছেলে ও আত্মীয় স্বজন মীরপুর থানায় যোগাযোগ করে মরহুমের লাশ সনাক্ত করে নিজ বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায় নিয়ে আসে। মরহুমের মৃত্যুর সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা মরুহুমকে এক নজর দেখার জন্য ছুটে যান। বাদ আছর দারুস সালাম চত্বরে গার্ড অফ অনারের পর জানাজা নামাজ শেষে দারুস সালাম গোরস্তানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ও আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।