ভারতে ২ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলেন মামুন

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক

দর্শনা অফিস: ভারতে ২ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলেন রাজশাহীর মামুন। দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠকের মাধ্যমে মামুনকে ফেরত দেয়া হয়েছে। রাজশাহী জেলার চারঘাট উপজেলার চানটা গ্রামের আ. করিমের মানসিক প্রতিবন্ধি ছেলে মামুন (৪৫) কোন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তা সঠিকভাবে বলতে না পারলেও ২০১৫ সালের ২ নভেম্বর ভারতের চাপড়া বিএসএফ’র হাতে ধরা পড়ে। মানসিক প্রতিবন্ধি হওয়ায় মামুনকে চাপড়ার হৃদয় সেফহোমে রাখা হয়। প্রায় ২ বছরের মাথায় গতকাল রোববার বেলা দুটোর দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬নং মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, নায়েব সুবেদার মোখলেসুর রহমান, বিজিবির আইসিপি ইনচার্জ হাবিলদার ইকবাল হোসেন, দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার এসআই শ্যামল সমাদ্দার। বিএসএফ’র পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের বিমল কুমার, ইমিগ্রেশন অফিসার তরুণ কুমার প্রমুখ। এ সময় বিজিবির হাতে মামুনকে তুলে দেয় বিএসএফ সদস্যরা। গতকালই মামুনকে আপন ঠিকানায় পাঠানোর প্রক্রিয়া চালায় দামুড়হুদা থানা পুলিশ।