সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা

ভারতের গেদে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক

দর্শনা অফিস: সীমান্তে বিরজমান সমস্যা নিরসন, দুদেশের সীমান্তরক্ষিদের মধ্যে আন্তরিক ও সোহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখা, চোরাচালান ও মাদকপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে ভারতের গেদে বিজিবি-বিএসএফর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলমের নেতৃত্বে বিজিবির প্রতিনিধিদল দর্শনা জয়নগর সীমান্ত পথে ভারতের গেদে প্রবেশ করলে বিএসএফর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যার্থনা জানানো হয়। গেদে বিএসএফ ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, নবাগত পরিচালক লে. কর্নেল ইমাম হাসান মৃধা, অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর, সহকারী পরিচালক শাহজাহান আলী। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার, স্টাফ অফিসার শ্রী জেআর কুজুর ও সরওয়ান দাস। সৌজন্যমূলক এ বৈঠকে বিজিবি-বিএসএফ’র সমন্বয়ে সমন্বিত সীমানা টহল জোরদার, ভারত থেকে কোনো প্রকার মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যান্তরে না আসা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তার কাটার বেড়া না কাটা ও উভয় দেশের সীমান্তরক্ষিদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ অবৈধভাবে বাংলাদেশ/ভারতীয় নাগরিক সীমান্ত পারা-পার না হওয়ার ব্যাপারে ফলপ্রস্যু আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত শান্তিপূর্ণ বৈঠক শেষে বিজিবির প্রতিনিধিদল দেশে ফিরেছেন গতকালই।