গাংনীতে গোলাম রসুল ফুটবল টুর্নামেন্টে জুগিরগোফা দল জয়ী

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর আলহাজ গোলাম রসুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুগিরগোফা ফুটবল দল। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর ফুটবলমাঠে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-১ গোলে ভাংবাড়িয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জুগিরগোফা। খেলার শুরুতেই দু’দলের খেলোয়াড়দের মাঝে বলের লড়াই শুরু হয়। উভয় দল গোলের কয়েকটি সুযোগ পেলেও ডিফেন্সের প্রতিরোধে তা ভেস্তে যায়। বল দখলের প্রথমার্ধের আপ্রাণ লড়াই গোল শূন্যভাবে শেষ হয়। একই চিত্র দ্বিতীয়ার্ধে। মেলেনি কাক্সিক্ষত গোলের দেখা। উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন হাজারো দর্শক। মাঠে উপস্থিত উভয় দলের সমর্থকদের করতালি ও উল্লাসে আপ্লুত খেলোয়াড়রা। উচ্ছসিত স্ট্রাইকাররাও ব্যর্থ গোলক্ষুধা মেটাতে। শেষ পর্যন্ত খেলা গড়াই টাইব্রেকারে। এতে ৩-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নশীপ পায় জুগিরগোফা দল।
চাঁদপুর আদর্শ ক্লাব সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছোট ছেলে সালাউদ্দীন মিঠু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওছার আহম্মেদ বাবলু। চাঁদপুর আদর্শ ক্লাব আয়োজিত টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করে।