বন্ডবিলে সরকারি জমিতে বসবাসকারী কয়েকটি ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ভাঙচুর : জমি ছেড়ে না গেলে হত্যার হুমকির অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বন্ডবিলে সরকারি জমিতে বসবাসকারী কয়েকটি ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লার নেতৃত্বে ২০-২৫জন লোক নিরীহ ওই ভূমিহীনদের ঘরবাড়ি ভাঙচুর করে। এসময় জমি থেকে ওঠে না গেলে তাদের লাশ ফেলে দেয়া হবে বলে হুমকি দিয়ে আসে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর বর্তমানে ভুমিহীন ওই কৃষকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা গেছে,আলমডাঙ্গার বন্ডবিল গ্রামে সরকারি সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছেন মৃত ওমর আলীর ছেলে শিপন, একই গ্রামের মৃত মওলার ছেলে গোলাপ, মৃত মোফাজ্জেলের মেয়ে মাহিরন নেছা, মৃত আবুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম, মৃত সোনা সর্দ্দারের ছেলে শুকুর আলী। গতকাল বুধবার দুপুরে গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসবাসরত ভূমিহীন কয়েকটি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ঘরবাড়ি ভাঙচুরের পর দাউদ মোল্লা ভূমিহীনদের হুমকি দিয়ে ১৫ দিনের মধ্যে জমি ছেড়ে চলে যেতে বলেছেন। না গেলে তাদের লাশ ফেলে দেবার হুমকি দিয়ে আসে বলে অভিযোগ করা হয়। বর্তমানে ভূমিহীন পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আবারও যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছেন তারা। অসহায় গরিব পরিবারগুলো বাড়িঘর ভাঙচুরের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।