দামুড়হুদায় ফসলি জমি বাঁচাতে ইউএনও’র তড়িৎ পদক্ষেপ : গজাল দিয়ে পাঙচার করা হলো মাটি বহনকারী তিন ট্রাক্টরের চাকা

দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদার কোষাঘাটায় ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে বহনকরার সময় তিনটি ট্রাক্টরের চাকা গজাল দিয়ে পাঙচার করা হয়েছে। গতকাল বুধবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ফসলি জমি বাঁচাতে মাটি বহনকারী তিনটি ট্রাক্টরের চাকা পাঙচার করেন।
জানা গেছে, ভাটায় ইটকাটা মরসুমের শুরুতেই উপজেলার সর্বত্রই শুরু হয় ফসলি জমির মাটি কাটার মহোৎসব। দামুড়হুদার কোষাঘাটা গ্রামের মাঠের ফসলি জমির মাটি কেটে পার্শ্ববর্তী ফসলি জমিগুলো পড়ছে হুমকির মুখে। এমন অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার গতকাল বুধবার সকালে সরেজমিন পরিদর্শন করেন এবং ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বহনকাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টরের চাকা পাঙচার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কেউ ফসলি জমির মাটি কাটতে পারবে না। ফসলি জমি বাঁচাতে অভিযোগ পেলেই অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে বলে জানতে পেরেছি। এখন থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেবো।