গ্লোবাল স্কুল ফিডিং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮৯ দেশের মধ্যে প্রথম জীবননগর ইউএনও কন্যা স্নেহা

জীবননগর ব্যুরো: গ্লোবাল স্কুল ফিডিং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৮৯টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মেয়ে নূরেন ফাইজা স্নেহা। সে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার  সেলিম রেজা ও শারমিন সুলতানা দম্পতির জৈষ্ঠ্য কন্যা। স্নেহা বিরল এ কৃতিত্ব অর্জন করায় জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে নড়াইল জেলার লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নূরেন ফাইজা ¯েœহা গ্লোবাল ফিডিং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। স্নেহার পিতা সে সময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ প্রতিযোগিতায় বিশ্বের ৮৯টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে। সম্প্রতি ইতালির রোমে ৮৯টি দেশের প্রতিযোগীদের ছবি নিয়ে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। চুড়ান্ত বাছাইয়ে স্নেহা ৮৮টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে। অচিরেই স্নেহার হাতে গ্লোবাল স্কুল ফিডিং কর্তৃপক্ষ পুরস্কার তুলে দিবেন বলে জানিয়েছেন। স্নেহার এ কৃতিত্ব লাভে নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে গত মঙ্গলবার সংবর্ধনা প্রদানসহ তাকে পুরস্কৃত করে।