চুয়াডাঙ্গার চিত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইটভাটা মালিককে জরিমানা : বালু জব্দ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া চিত্রানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এসবিএস ব্রিক্সের মালিক ওয়েদ আলীকে করা হয়েছে জরিমানা। সেই সাথে উত্তোলনকৃত বালু না সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
জানা গেছে, চুয়াডাঙ্গার চিত্রা নদী বয়ে গেছে সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপির খাড়াগোদা গ্রামের মধ্যদিয়ে। অভিযোগ রয়েছে চিত্রা নদীর খাড়াগোদা ব্রিজের পশ্চিমপার্শ্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একই ইউনিয়নের এসবিএস ব্রিক্সের মালিক ওহেদ আলি। গতকাল বৃহ¯পতিবার উত্তোলনকৃত বালু ট্রাক্টরে করে নিতে আসলে স্থানীয় জনগণ বাধা প্রদান করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউনিয়ন পরিষদ আইনে ইটভাটা মালিক ওয়েদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে উত্তোলনকৃত বালু না সরানোর জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অনুমতি ছাড়া যেকোনোভাবেই বালু উত্তোলন বে-আইনি। একটি সূত্র বলেছে, জেলার উন্নয়ন করতে ইট একটি অতীব জরুরি জিনিস। বর্তমানে ইট তৈরির মরসুম চলছে। ইট তৈরির জন্য বালু একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই বালু উত্তোলন, ইটতৈরি এবং জেলার উন্নয়ন সকল বিষয়টি নিয়ে ভাবা দরকার সংশ্লিষ্টদের।