গাংনীতে বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর কাজিপুর গ্রামের বাকপ্রতিবন্ধী সাহেদা খাতুনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরিবারের কোনো অভিযোগ না থাকলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতেই ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। সাহেদা খাতুন কাজিপুর গ্রামের মধ্যপাড়ার কাবের আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেদা খাতুনের রয়েছে সৎ মা। সে মানসিক ও বাকপ্রতিবন্ধী তাই পরিবারের কাছে বাড়তি ঝামেলা হিসেবেই বিবেচিত ছিলো। গত বুধবার সন্ধ্যায় জোরপূর্বক তাকে গোসল করানোর সময় পরিবারের লোকজন কিলঘুষি মারে। রাতে বাড়ির এক পাশে একটি ফাঁকা ঘরেই ছিলো তার প্রতিদিনের শয়ন। ওই ঘরেই সকালে তার মরদেহ পড়ে ছিলো। মরদেহ উদ্ধারের পর পিতা ও সৎ মায়ের কোনো অভিযোগ না থাকলেও স্থানীয় মানুষের মাঝে সন্দেহ দানা বাঁধে। সৎ মায়ের দিকে অনেকেই সন্দেহের আঙুল তোলেন। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জামান বলেন, সাহেদার শরীরে কিছুটা দাগ রয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্ত করানো হয়েছে। এ বিষয়ে গাংনী থানায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।