মেহেরপুরে নির্বিঘ্নে হলেও চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির কর্মসূচি আহ্বান

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। মেহেরপুর বিএনপি নির্বিঘেœ কর্মসূচি পালন করলেও চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল বের করতে পারেনি নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করতে হবে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে এবং দল নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি শুরুতেই পুলিশের বাধায় পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন বিএনপ নেতা আবু জাফর মন্টু, রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান মনি, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মামুন রেজা সবুজ, রবিউল মল্লিক, আরিফুজ্জামান পিন্টু, আতিয়ার রহমান লিটন, আক্তারুজ্জামান আক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুল খালেক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার বিকেল ৪টার দিকে কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পড়লে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুল খালেক। জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জায়েদ মো. রাজিব খান, শাহজান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে গতকাল রোববার বেলা ১১টায় শহরের বোসপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে ওইস্থানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সহসভাপতি হাজি ফজলু খান, আব্দুস সামাদ, হাবিব ইকবাল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা জাসাস’র আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, জেলা তাঁতিদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানুল কবির, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাজেদ আলী, জেলা যুবদল নেতা জাহিদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।