লোকসান ২ কোটি টাকা : মাইকিং করে আখ সরবরাহে নিষেধাজ্ঞা

 

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগারমিল ৭২ ঘন্টা ধরে আখ মাড়াই বন্ধ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগারমিল উদ্বোধনের পর থেকে ৭২ ঘন্টা ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে আখ মাড়াই। ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার শুক্রবার উদ্বোধন করেন। মিল চালুর পরপরই মিল হাউজ টারবাইনে সমস্যা দেখা দেয়। কিছুক্ষণ চালানোর পরপরই তা বন্ধ রাখে কর্তৃপক্ষ। গত শনিবার বিকেল ৪টা থেকে সোমবার বিকেল পর্যন্ত একেবারেই বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা আসলে মেরামত করে চালানো হবে।
সুগারমিল সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ২০১৭-১৮ সালের ৫১তম মাড়াই মরসুম শুরু করা হয়। এক ঘণ্টা চলার পর মিলের মিল হাউজ টারবাইনে সমস্যা দেখা দেয়। এরপর থেমে থেমে চালিয়ে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয় কিন্তু শনিবার বিকেল ৪টার দিকে টারবাইনটি একেবারেই বন্ধ হয়ে যায়। যার কারণে আখ মাড়াই বন্ধ রয়েছে। কারখানার সামনে রোদ তাপে নষ্ট হচ্ছে প্রায় ২ কোটি টাকার মুল্যবান আখ কর্তৃপক্ষ বাধ্য হয়ে এলাকায় মাইকিং করে আখ কাটতে নিষেধ করেছেন চাষিদের। তবে কখন আবার শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেনি। গত ৫-৬ ঘণ্টায় যে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এতে সুগারমিলের কয়েক লক্ষ টাকা ক্ষতি হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বর্তমান কারখানা ব্যবস্থাপক মাহমুদুল হকের গাফিলতির কারণে এ সমস্যা হচ্ছে। এছাড়াও টারবাইনে অদক্ষ কর্মী থাকায় তারা ঠিকমতো কাজ করতে পারেন না এবং যন্ত্রাংশ মেরামত কিংবা সেটআপ করতে পারে না। মোবারকগঞ্জ সুগারমিলের কারখানা ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের পর থেকেই এ সমস্যা দেখা দিয়েছে। কারখানায় যান্ত্রিক সমস্যা হলে কিছুই করার নেই। তবে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসার পর ঠিক করে চালানো হবে।