বসরা যদি

আহাদ আলী মোল্লা

সরকারি সব জিনিসপাতির
মূল্য খুবই কম থাকে,
এর পেছনে রাঘব বোয়াল
মেলা খাদম যম থাকে।

যখন যায় অন্য হাতে
কয়েক ডবল দাম বাড়ে
সরকারি সেই একই মালের
অনেক অনেক নাম বাড়ে।

ফাঁকে পড়ে জনজনতা
আবডালে বেশ লস খায়
লাভের খাতের পয়সাকড়ি
কৌশলে সব বস খায়।

সোনার দেশের সোনার জিনিস
পানির দরে বিক্রয়,
কার কী করার সাহস আছে
বসরা যদি ঠিক রয়!
সূত্র: (জীবননগরে সরকারি গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ)