নকল সার রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নকল সার রাখায় নিপা এন্টার প্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জের সেসার্স নিপা এন্টারপ্রাইজে প্রচুর নকল সার আছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এমন অভিযোগ পেয়ে মেসার্স নিপা এন্টারপ্রাইজেই অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। নিপা এন্টারপ্রাইজের গুদামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের লেগো লাগানো ৮২ বস্তা নকল টিএসপি ডিওপি সার মজুদ রাখা হয়। এ সময় মেসার্স নিপা এন্টার প্রাইজের মালিক অদ্বৈত কুমার শাহা অজয়কে নকল সার রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, কুতুবপুর ইউনিয়নের শাহাপুর ব্লাকের উপ-সহকারি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপ-সহকারি কর্মকর্তা রাসেল আহম্মদ, সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম। ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে নকল ৮২ বস্তা সার দোকানের সামনে ছিটিয়ে নষ্ট করা হয় ।
উল্লেখ্য, একই অপরাধে গত সোমবার সরোজগঞ্জ বাজারের হামিদ ট্রেডাসের মালিক হামিদুর রহমানকে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সরোজগঞ্জ বাজারের বিভিন্ন সারের দোকানে নকল সার মুক্ত করতে অভিযান অব্যহত রাখার দাবি কৃষকদের।