পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন

মাথাভাঙ্গা মনিটর: গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩-১ গোলে পিএসজিকে হারিয়েছে বায়ার্ন। আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়া দুই দলের লড়াইয়ে জিতে পয়েন্টের হিসাবে পিএসজিকে (১৫) ধরে ফেলল বায়ার্ন (১৫)। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের সেরা পিএসজি। দুই দলের শেষ দেখার পর অনেক বদলেছে বায়ার্ন। এর আগের ম্যাচে ৩-০ গোলে হারের পর চাকরি হারান দলের কোচ কার্লো আনচেলত্তি।

অবসর ভেঙে ফের বায়ার্নের কোচের দায়িত্ব নেন ইয়ুপ হাইনকেস। তারপর থেকে যেন উড়ছে জার্মান চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ১১ ম্যাচের ১০টিতেই জিতে মুখোমুখি হয় পিএসজির। উড়তে থাকা ফরাসি জায়ান্টদের মাটিতে নামায় স্ত্রাসবুর। মরসুমে তাদের প্রথম পরাজয়ের স্বাদ দেয় ফরাসি লিগের নিচের সারির দলটি। সেই ধাক্কা সামাল দেয়ার আগেই আবার হারল উনাই এমেরির শিষ্যরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্রতি আক্রমণ থেকে অষ্টম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন রবের্ত লেভানদোভস্কি। লেভানদোভস্কি এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন কোরোতা তোলিসো। মাঝে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে।