আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দৌলৎগঞ্জ স্থলবন্দর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের সিদ্ধান্ত

জীবননগর ব্যুরো: দেশের সবকটি স্থলবন্দর আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ স্থলবন্দর সড়কটি প্রস্তুতকরণ ও উন্নয়নের প্রয়োজনীয়তা কথা তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দরকে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে সংযোগ সড়কের উন্নয়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সামাদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) জিকরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্থলবন্দর ও মহাসড়কগুলোর মধ্যে সংযোগ সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়। বিদ্যমান সংযোগ সড়কগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির নিয়ন্ত্রণ থেকে সড়ক ও জনপথ অধিদফতর সওজের আওতায় নেয়ার সিদ্বান্ত গ্রহণ করা হয়। সভায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ স্থলবন্দর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।