আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-১৭ উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস: জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৭ পালন উপলক্ষে গতকাল বুধবার এক মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম। মানবন্ধন শেষে এক প্রাণবন্ত আলোচনাসভা হয় ওই অফিসের প্রশিক্ষণ হলে। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা সভাপতি রফিকুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন। প্রশিক্ষক দানিয়েল হোসেন রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি শফিউল আযম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূনর্ভবা সংগঠনের নির্বাহী প্রধান লীনা, প্রশিক্ষনার্থী সালমা প্রমুখ বক্তব্য প্রদান করেন। শতাধিক নারী মানববন্ধন ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

অপরদিকে, মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিয়য়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া। জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জসিউর রহমান বকুলের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, নুরুল আশরাফ রাজিব, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।