Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net

মহেশপুরে বঙ্গবন্ধুর পাঠ চক্রের বই বিতরণ ও মতবিনিময় সভা

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বঙ্গবন্ধু পাঠ চক্রের আয়োজনে স্থানীয় এমপি নবী নেওয়াজের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর পাঠ চক্রের বই বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা বঙ্গবন্ধু পাঠ চক্রের সভাপতি শ্যামসুন্দর কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াহেদুল ইসলাম, সরকারি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুর রহমান, কাঠগড়া কলেজের অধ্যক্ষ বলয় চন্দ্র পাল, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, পান্তাপাড়া ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুল হক মাস্টার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, বাঁশবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নওশের আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে, মহেশপুর উপজেলায় বঙ্গবন্ধুর পাঠ চক্র প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কিভাবে সক্রিয় রাখা যায় ও আগামী দিনে এ প্রতিষ্ঠানটি কিভাবে গতিশীল ও বেগবান করে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে স্ব-স্ব স্থানে থেকে সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।


আরো দেখুন

অধ্যাপক নাজমুল ইসলাম পানুর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল …

Loading Facebook Comments ...