দামুড়হুদার জয়রামপুরে শহীদ মিনার সংস্কার কাজে বাধা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে ভেঙে যাওয়া শহীদ মিনার সংস্কার কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ভাষা শহীদদের স্মরণে ১৯৭২ সালে শহীদ মিনারটি গড়ে তোলা হলেও সম্প্রতি জয়রামপুর স্টেশনপাড়ার মৃত আমান উল্লাহ বিহারির ছেলে নাফিস আকতার সিদ্দিক ওই জমি নিজের বলে দাবি করে সংস্কার কাজে বাধা প্রদান করেন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এলাকার বীর মুক্তিযোদ্ধা টুকুর নেতৃত্বে ১৯৭২ সালে ওই শহীদ মিনারটি গড়ে তোলা হয়। বছর দুয়েক আগে শহীদ মিনারের একটি পিলার ভেঙে যায়। দীর্ঘদিনের স্মৃতি টিকিয়ে রাখতে এলাকাবাসী সম্প্রতি শহীদ মিনারটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্ত মাঝ পথে বাধা হয়ে দাড়ায় নাফিস মাস্টার। তিনি ওই জমি নিজেদের বলে দাবি তুলে সংস্কার কাজে বাধা দেন। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
গাংনীর ডিসি ইকো পার্ক উদ্বোধন করবেন