আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা নেই :কাদের

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী বা আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা কিংবা পরিকল্পনা বর্তমান সরকারের নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী নিয়মমাফিক যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেটি নির্বাচন কমিশনই আয়োজন করবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বিএনপি হয়তো সহিংসতার দিকে যাচ্ছে। কারণ তারা আন্দোলন করতে পারছে না। ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলেছি- এক মাস পর নির্বাচন হলেও আমরা প্রস্তুত। এটা শুধু তাই নয়, একমাস, তিন মাস ছয় মাস যখনই নির্বাচন হয়, তখনই আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছি। তবে আমরা চাই বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হোক। এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।’ তিনি বলেন, আওয়ামী লীগ অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রার্থীর খসড়া তালিকা তৈরি করে ফেলেছি। এখন আমাদের নির্বাচনের জেলা পর্যায়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন (ইসি) যখনই নির্বাচন দেবে, আমরা তখনই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট বিষয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা দুই মামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার নামে যে মামলা চলছে তা আওয়ামী লীগ সরকার করেনি। এই মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় তার সাজা হলে সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে বলা হবে। আর সাজা না হলে বিচার বিভাগ স্বাধীন এভাবেই সংজ্ঞা দিয়ে থাকে তারা। বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) হয়তো প্রস্তুত নয়। ৫ জানুয়ারির নির্বাচনেও তারা আসেনি, নির্বাচন তো থেমে থাকেনি, থাকবেও না। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো বলেছে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে আসবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ম অনুযায়ীই হবে। এ নিয়ে কারও পক্ষে-বিপক্ষে কাজ করার কিছু নেই।