পূর্ব জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেয়ার আহবান জানিয়েছে আরব লীগ

 

স্টাফ রিপোর্টার: পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে আরব লীগ। আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যেন প্রত্যাহার করে। এদিকে নিউ ইয়র্ক, জেরুজালেম, পশ্চিম তীর ও লেবাননে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে না। অন্যদিকে মালয়েশিয়া বলেছে, জেরুজালেম ইস্যুতে সেনাবাহিনী প্রস্তুত। খবর বিবিসি, রয়টার্স, আল-জাজিরা ও ভয়েস অব আমেরিকার

গত শনিবার মিসরের কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগ বলেছে, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। কোয়ালিশন অব আরব অ্যান্ড প্যালেস্টানিয়ান আমেরিকান অর্গানাইজেশন এর আয়োজনে শুক্রবার বিকেলে নিউইয়র্কের ব্যস্ততম পর্যটন এলাকা টাইম স্কয়ারে বিক্ষোভ সমাবেশে স্লোগান দিয়ে, প্ল্যাকার্ড, ব্যানার হাতে জমায়েত হয়েছিলো কয়েক হাজার প্রতিবাদকারী। সমাবেশেমূলত আরব বংশদ্ভূত আমেরিকান এবং প্রবাসীরা অংশ নেন। তবে তাদের সাথে ছিলো কয়েকটি মানবাধিকার সংগঠনের কর্মী। কয়েকজন বাংলাদেশিকেও দেখা গেছে প্রতিবাদী স্লোগানে শামিল হতে। জেরুজালেমের বাস স্টেশনে এক ইসরাইলি নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে এক ফিলিস্তিনি। তার অবস্থা আশঙ্কাজনক। গত বুধবার থেকে পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ চলছে। লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা দূতাবাস অভিমুখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে এবং জল-কামান ব্যবহার করে। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পতাকা পোড়ায়। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান গতকাল রোববার এক অনুষ্ঠানে বলেছেন, আগামী ১৩ ডিসেম্বর ও আইসি’র বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হবে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে। কারণ ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং মানবাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেইন বলেছেন, জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর স্বীকৃতি পুরো মুসলিম বিশ্বের মুখে চপটাঘাতের শামিল। তাই শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা পেলে প্রয়োজনে আমাদের সেনাবাহিনী ভূমিকা রাখবে।