চুয়াডাঙ্গার সিন্দুরিয়ায় মুরগি নিয়ে মারামারিতে একই পরিবারের ৩ জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিন্দুরিয়া গ্রামে পাশের বাড়ির মুরগী মারাকে কেন্দ্র করে উভয় পরিবারের মারামারিতে একই পরিবারের ৩ জনকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের সিন্দুরিয়া উত্তরপাড়ার মঙ্গল মালিথার দুই ছেলে ডালিম মালিথা (৩৬), আব্দুল মালেক মালিথা (৩২) ও ডালিমের স্ত্রী চায়না খাতুন (২৮)। গতকাল সোমবার বিকেলে প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহত ডালিম মালিথা অভিযোগ করে বলেন, গতকাল সোমবার বিকেল ৪টায় তাদের পাশের বাড়ির মৃত মকছেদ আলীর ছেলে আসমতের একটি মুরগীকে তাদের বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় আসমতের বোন তারামনি আমাদের বাড়িতে এসে আমার স্ত্রী চায়নার সাথে ঝগড়াঝাটির একপর্যায়ে তার চুলের মুঠি ধরে কিলঘুষি মারতে থাকে। আমরা ঠেকাতে গেলে তারামনির দুই ভাই মহাম্মদ আলী, আসমত আলী ও মোহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম বাঁশ নিয়ে বাড়ির ওপর এসে আমাদের দুই ভাইকে মেরে আহত করে। প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।