ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন আজ ॥ ১১টি পদের বিপরীতে লড়ছেন ২১ জন প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১জন প্রার্থী। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হল-এম রায়হান-নিজাম জোয়ার্দ্দার পরিষদ ও আলাউদ্দিন আজাদ-শেখ সেলিম পরিষদ। এম রায়হান-নিজাম জোয়ার্দ্দার পরিষদের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে সাংবাদিক এম রায়হান, সহ-সভাপতি পদে সাংবাদিক মাহমুদ হাসান টিপু, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নিজাম জোয়ার্দ্দার বাবলু, সহ-সম্পাদক পদে সাংবাদিক ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে সাংবাদিক আহমেদ নাসিম আনসারী, নির্বাহী সদস্য পদে সাংবাদিক এম সাইফুল মাবুদ, সাংবাদিক আজাদ রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন’ সাংবাদিক এম রবিউল ইসলাম রবি, সাংবাদিক কেএম সালেহ্ ও সাংবাদিক আসিফ ইকবাল মাখন। অপরদিকে, আলাউদ্দিন আজাদ-শেখ সেলিম পরিষদের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে সাংবাদিক আলাউদ্দিন আজাদ, সহ-সভাপতি পদে সাংবাদিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক অ্যাড. শেখ সেলিম, সহ-সম্পাদক পদে সাংবাদিক রাজিব হাসান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, নির্বাহী সদস্য পদে সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক এম মাহফুজুর রহমান, সাংবাদিক কোরবান আলী, সাংবাদিক জহুরুল ইসলাম হিরো, সাংবাদিক জাফর আহম্মেদ রাজু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করবেন উপাধ্যক্ষ আব্দুস সালাম ও অ্যাড. সুভাষ বিশ্বাস মিলন। সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।