দামুড়হুদায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দর্শনা বিওপির কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, মুন্সিপুর বিওপির কোম্পানি কমান্ডার আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, খলিলুর রহমান ভুট্টু, আজিজুল হক আজিজ, শাহ মো. এনামুল করীম ইনু, শফিকুল ইসলাম শফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য রিজিয়া খাতুন প্রমুখ। সভায় সীমান্তের শূন্যরেখায় দেড়শ’ গজের মধ্যে ৩ ফুটের উচু ফসল যেমন আখ, ভুট্টা, পাট, কলা ইত্যাদি থাকলে তা কেটে ফেলার ব্যবস্থা নেয়া, যে কোনো ধর্মসভা করার একমাস আগে অনুমতি নেয়া, বাল্যবিয়ের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের জবাবদিহিতাকরণ এবং জয়রামপুর হাজিপাড়ার বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে দ্রুততম সময়ে ধরে আইনে সোপর্দ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তাগিদ দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম।