দামুড়হুদার জয়রামপুরে বাকপ্রতিবন্ধী যুবতী ৮ মাসের অন্তঃসত্ত্বা

মামলা দায়ের ॥ অভিযুক্ত আলম গ্রেফতার হয়নি এখনো
দর্শনা অফিস: দামুড়হুদার জয়রামপুর হাজিপাড়ার বাকপ্রতিবন্ধী এক যুবতী ৮ মাসের অন্তঃসত্ত্বা। প্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগ করেছে একই গ্রামের মল্লিকপাড়ার অভিযুক্ত আলম। আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও গ্রেফতার হয়নি এখনো। আলমকে গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসী। মামলা তুলে নিতে যুবতী ও তার পরিবারের সদস্যকে হুমকি-ধামকি দিচ্ছে আলম ও তার সাঙ্গপাঙ্গরা। দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের নুর নবীর ছেলে একাধিক বিয়ের নায়ক ডিস ব্যবসায়ী আলম খান গ্রামের হাজিপাড়ায় ছোট স্ত্রীর কাছে যাতায়াতের সুবাদে পরিচয় হয় প্রতিবেশী বাকপ্রতিবন্ধী যুবতী মেয়ের সাথে। পরিচয়ের পর থেকেই বাকপ্রতিবন্ধী যুবতীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে দিনের পর দিন দেহভোগ করেছে আলম খান। এক পর্যায়ে প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে আলম। কৌশলে গর্ভপাতের অপচেষ্টা চালিয়ে আলম একাধিকবার ব্যর্থ হয়েছে। যুবতী বিয়ের দাবি তুললে অভিযুক্ত আলম ছলচাতুরি শুরু করে। এ দিকে অন্তঃসত্ত্বা যুবতীর অনাগত সন্তান দিনদিন বাড়তে থাকে। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের কাছে আলমের কুকীর্তির কথা জানায় যুবতী। মাস খানেক আগে অন্তঃসত্ত্বা যুবতীর পরিবারের পক্ষ থেকে আলমকে বিয়ের কথা বলাতে আলম ক্ষমতার অপব্যবহার শুরু করে। যুবতীর বাবা হতদরিদ্র হওয়ায় বিভিন্নভাবে হুমকিধামকি দিতে থাকে আলম ও তার সাঙ্গপাঙ্গরা। উপায়ন্তর না পেয়ে যুবতীর মা বাদী হয়ে গত ১৯ নভেম্বর অভিযুক্ত আলমের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে যেন তেলে-বেগুনে জ্বলে ওঠে আলম ও তার সঙ্গীরা। প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা যুবতীকে আইনি সহায়তা দিতে পাশে দাড়ায় মানববাধিকার সংগঠন মানবতার নেতৃবৃন্দ। মামলা দায়েরের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে গ্রেফতার হয়নি আলম। অভিযুক্ত আলমকে গ্রেফতারের দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসী। অবিলম্বে আলমকে গ্রেফতার করা না হলে গ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালনের আভাস পাওয়া গেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও দামুড়হুদা থানার নবাগত ইনচার্জের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে অন্তঃসত্ত্বা যুবতী, পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।