ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আকন্দবাড়িয়ার হাসা আটক

দর্শনা ও সুলতানপুর বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

দর্শনা অফিস: দর্শনা ও সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক করেছে আকন্দবাড়িয়ার হাসা নামের অভিযুক্ত এক মাদককারবারিকে। হাসা’র বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বহুল আলোচিত মাদকের ঘাটি খ্যাত আকন্দবাড়িয়া গ্রামে। বিজিবি সদস্যরা আকন্দবাড়িয়া নতুনপাড়ার ফকির জোয়ার্দ্দারের ছেলে সাইদুল ইসলাম ওরফে হাসাকে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের আকলেস আলীর চায়ের দোকানের সামনে থেকে আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত হাসার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় হাসার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ দিকে গতকালই ভোর সাড়ে ৫টায় দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পারকৃষ্ণপুরে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পারকৃষ্ণপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।