রাস্তায় গাছ ফেলে গতিরোধ : জিম্মি করে নগদ টাকাসহ গয়নাগাটি লুট

দামুড়হুদার রঘুনাথপুর-কাদিপুর সড়কে গোল্ডেন ইটভাটার অদূরে ডাকাতদলের তাণ্ডব

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আবারও সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে মোবাইলফোনসহ নগদ টাকা ও গয়নাগাটি লুট করেছে ডাকাতদল। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর-কাদিপুর সড়কের গোল্ডেন ইটভাটার অদূরে ওই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুনাথপুর গ্রামের শহিদ লতিফ মিল্টন রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেরযোগে নিজ গ্রামে ফিরছিলেন। রাত পৌনে ৯টার দিকে রঘুনাথপুর গোল্ডেন ইটভাটার ছাড়িয়ে একশ হাত এগিয়ে আসার পরপরই দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ডাকাতদল তাদের জিম্মি করে কাছে থাকা নগদ ৭ হাজার টাকা, ২টি মোবাইলফোন ও স্ত্রীর গলায় থাকা সোনার চেইন এবং কানের এক জোড়া সোনার দুল লুট করে। এছাড়া একই গ্রামের হায়দার আলীর ছেলে লাভলু এবং মাদার মণ্ডলের ছেলে ছট্টু কাদিপুর গ্রাম থেকে ডিসবিলের টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একইস্থানে ডাকাতির কবলে পড়ে। তাদের মোটরসাইকেলের গতিরোধ করে লাভলুর ব্যবহৃত মোবাইলফোন এবং কাছে থাকা দেড় হাজার টাকা ছট্টুর ব্যবহৃত মোবাইলফোন এবং ২শ টাকা ছিনিয়ে নেয়। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি জাল বিস্তার করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো। এ ছাড়া উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।