তহুরার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয় দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল রোববার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বছর বয়সী কিশোরী ফুটবলারদের এই ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে নেপালকে পরাজিত করে। ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন। দিনের প্রথম খেলায় ৩-০ গোলে নেপালকে পরাজিত করে ভারত। ২০১৫ সালে এই নেপালকে পরাজিত করে এএফসি কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। শুধু তাই নয়! গত বছর অনূর্ধ্ব-১৪ ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে বাংলাদেশ ৯-০ গোলে নেপালকে হারিয়েছিল। খেলার শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশি ক্ষুদে ফুটবলাররা। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে একটু বেশি রক্ষণাত্মক হয়ে খেলে।  শেষ পর্যন্ত ৬-০ গোলের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে খেলা শেষ করে স্বাগতিকরা। আগামীকাল মঙ্গলবার ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, ভুটান ও নেপাল নারী ফুটবল দল।