জীবননগর বাঁকায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বাঁকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত করা হয়। চুয়াডাঙ্গার বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. এমবি আজম ফ্রি চক্ষু ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন ও সমৃদ্ধি কর্মসূচি ফ্রি ওষুধ প্রদান করে।
বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি এ চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. এমবি আজম। এ ছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য রবিউল ইসলাম, রহিমা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও ফজলুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির বাঁকা ইউনিয়ন সমন্বয়নকারী নুঝাত পারভীন। ফ্রি এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ডা. এমবি আজম ১৬৫ জন হতদরিদ্র ও চিকিৎসা বঞ্চিত রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র লিখে দেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের বাঁকা সমৃদ্ধি কর্মসূচি ফ্রি এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দরিদ্র রোগীদের দেয়া হয় বিনামূল্যের ওষুধ।