মেহেরপুর জেলা কে.জি অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন (কে.জি) বৃত্তি পরীক্ষা। গতকাল রোববার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনেই দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কে.জি অ্যাসোসিয়েশনভুক্ত জেলার বিভিন্ন কে.জি স্কুলের ৯২৪জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষা পরিদর্শন করেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা কে.জি অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফতাব আলী খানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরীক্ষায় প্রথম শ্রেণি ২৯৫জন, দ্বিতীয় শ্রেণি ২০৫, তৃতীয় শ্রেণি ১২৬, চতুর্থ শ্রেণি ১৩৯জন ও পঞ্চম শ্রেণিতে ১৫৯জন পরীক্ষা দিচ্ছে। আগামী মার্চের শেষের দিকে বাংলাদেশ কে.জি অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে।