মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্লস গাইড ও ইন স্কাউট দলকে সংবর্ধনা প্রদান

মেহেরপুর অফিস: মহান বিজয় দিবসে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্লস গাইড ও গার্লস ইন স্কাউট দল সর্বোচ্চ সম্মানসহ স্টেডিয়ামে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গার্লস গাইড ও ইন স্কাউট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আখতারুজ্জামান। এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, আফরোজা খাতুন, মহাসিন আলী, সাবেক দলনেতা জেসমিন আরা, স্মৃতি খাতুন, বর্তমান দলনেতা খুশিয়ারা, প্রিয়াংকা হালদার প্রমুখ। এসময় সেখানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, প্রভাষক আসকার আলী, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী দলের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মহান বিজয় দিবসে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আসনার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, গার্লস ইন স্কাউট দলের বর্ণাঢ্য কুঁচকাওয়াজ ও ডিস-প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি ও মাঠ ভর্তি দর্শকদের সামনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম কলেজের গার্লস গাইড, গার্লস ইন স্কাউট দল বর্ণাঢ্য কুঁচকাওয়াজ ও ডিস-প্লে প্রদর্শন করে। এতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম কলেজের গার্লস গাইড ও গার্লস ইন স্কাউট দল সর্বোচ্চ সম্মানসহ স্টেডিয়ামে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।