জেএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা যশোর বোর্ডে প্রথম ॥ পাশের হার ৮৭.৫৫

মেহেরপুর অফিস: চলতি ২০১৭ সালের (জুনিয়র স্কুল সার্টিফিকেট) জেএসসি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলা যশোর বোর্ডে প্রথম হয়েছে। এ বছর যশোর বোর্ডে জেএসসি পরীক্ষার গড় পাশের হার ৮৩.৪২। সেখানে মেহেরপুর জেলায় পাশের হার ৮৭.৫৫।
গতকাল শনিবার সারা দেশে একযোগে (জুনিয়র স্কুল সার্টিফিকেট) জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে মেহেরপুর জেলা যশোর বোর্ডে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। যশোর বোর্ডে এবছর জেএসসি পরীক্ষায় এক লাখ এক হাজার ২৬৫ জন ছাত্র ও এক লাখ ৮ হাজার ২৫০ জন ছাত্রী সর্বমোট ২ লাখ ৯ হাজার ৫১৫ জন অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১৪ হাজার ৬১২ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ৬ হাজার ৪৯৯ জন ও ছাত্রী ৮ হাজার ১১৩ জন। যশোর বোর্ডে এবছর জেএসসি পরীক্ষার গড় পাশের হার ৮৩.৪২। সেখানে মেহেরপুর জেলায় পাশের হার ৮৭.৫৫। যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে দ্বিতীয় স্থানে থাকা যশোর জেলার পাশের হার ৮৭.১২, তৃতীয় স্থানে খুলনা জেলার পাশের হার ৮৬.০১, চতুর্থ স্থানে কুষ্টিয়া জেলার পাশের হার ৮৫.৪৪, পঞ্চম স্থানে সাতক্ষীরা জেলার পাশের হার ৮৪.২৯, ষষ্ঠ স্থানে নড়াইল জেলার পাশের হার ৮৩.১২, সপ্তম স্থানে বাগেরহাট জেলার পাশের হার ৮১.২৫, অষ্টম স্থানে চুয়াডাঙ্গা জেলার পাশের হার ৮১.১৮, নবম স্থানে ঝিনাইদহ জেলার পাশের হার ৭৭.৮৭ ও দশম স্থানে থাকা মাগুরা জেলার পাশের হার ৭৪.৪৫ ভাগ।
চলতি বছরে মেহেরপুর জেলার মোট ৯ টি কেন্দ্রে ১২৮ টি প্রতিষ্ঠানের ৫ হাজার ১১৪ জন ছাত্র ও ৫ হাজার ৪৪৩ জন ছাত্রী সর্বমোট ১০ হাজার ৫৫৭ জন জেএসসি পরীক্ষার্থী ছিলো। এদের মধ্যে ৪ হাজার ৯৫৬ জন ছাত্র ও ৫ হাজার ৩২৮ জন ছাত্রী সর্বমোট ১০ হাজার ২৮৪ জন অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ৪ হাজার ২১৯ জন ছাত্র ও ৪ হাজার ৭৮৫ জন ছাত্রী সর্বমোট ৯ হাজার ৪ জন। পাশের শতকরা হয় ৮৭.৫৫।
চলতি বছরে মেহেরপুর সরকারি উচচ বালিকা বিদ্যালয় থেকে ২৭৬ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৮ জন অংশ নিয়ে সকলেই পাশ করেছে। যেখানে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭১ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩৮ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। এছাড়া মুজিবনগর উপজেলার জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৭৩ জন অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। যাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জেএসসি পরীক্ষায় মুজিবনগর উপজেলায় ১৮টি বিদ্যালয়ে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাশ করেছে ১৪১৪ জন। মোট পরীক্ষার্থী ছিলো ১৭৩৪ জন। পাশের হার শতকরা ৮১.৫৪%। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৮জন। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে ১৬০ জনের মধ্যে পাশ করেছে ১১৭জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১২৯ জনের পাশ করেছে ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ০৩ জন। দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৩৭ জনের মধ্যে পাশ করেছে ১১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ০৪ জন। কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬৯জনের মধ্যে পাশ করেছে ১৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ০১ জন। মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১১১জনের মধ্যে পাশ করেছে ৮৮জন। জিপিএ-৫ পেয়েছে ০২ জন। আনন্দবাস এম এম একাডেমী ১০২ জনের মধ্যে পাশ করেছে ৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ০৫ জন। জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ে ৭৩ জনের মধ্যে পাশ করেছে ৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ০৭ জন। আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর ১৭৪ জনের মধ্যে পাশ করেছে ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ০৬ জন। মুজিবনগর আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে ৯১ জনের মধ্যে পাশ করেছে ৮২ জন। মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩ জনের মধ্যে পাশ করেছে ৪০ জন। আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাশ করেছে ৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ০১ জন। গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে পাশ করেছে ৪৯ জন। নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ১৪৭ জনের মধ্যে পাশ করেছে ১৪০জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন। মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জনের মধ্যে পাশ করেছে ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ০১ জন। বল্লভপুর মিশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৫ জনের মধ্যে ৪৩ পাশ করেছে। সেন্ট জেভিয়াস জুনিয়ার হাই স্কুল ৩১জনের মধ্যে পাশ করেছে ১৯ জন। এটিজে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৩ জনের মধ্যে পাশ করেছে ৪০ জন।