চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান : পুলিশ সাথেই আছে

দামুড়হুদায় দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভায় ওসি আকরাম হোসেন

দামুড়হুদা প্রতিনিধি : এখন থেকে আর কোনো সন্ত্রাসী-চাঁদাবাজকে চাঁদা দেয়া লাগবে না। নিয়মমাফিক কাজ হবে। আপনারা জনগণের সেবা করেন। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিক খেয়াল রাখবেন। আর একটি বিষয়, কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ যদি আপনাদের ডিস্টার্ব করে তাহলে তাদের ভয় পাবেন না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে খবর দেবেন। পুলিশ আপনাদের সাথেই আছে। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরাম হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার নিতেন্দ্রলাল দাস। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্মসম্পাদক নূর আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, অর্থ সম্পাদক সাংবাদিক শমশের আলী, সদস্য তাহাজুল, বুলবুল, ইউসুফ আলী ইছা মেম্বার, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির যুগ্মসম্পাদক মোমিনুল ইসলাম মনির।