চুয়াডাঙ্গায় রাজকীয় সৌদি সরকারের অনুদানকৃত ৩২৫ কার্টন দুম্বার গোস্ত বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রাজকীয় সৌদি সরকারের অনুদানকৃত কোরবানীর পশু ৩২৫ কার্টন দুম্বার গোস্ত বিতরণ সম্পন্ন হয়েছে। গত ২৮ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থা অধিদফতর থেকে পাঠানো অনুদানের গোস্ত ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নামে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের গোস্ত তাৎক্ষনিকভাবে বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের অনুদানকৃত ৩২৫ কার্টন দুম্বার গোস্ত ৪ উপজেলার মধ্যে বণ্টন করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৭০ কার্টন, আলমডাঙ্গা উপজেলায় ৫২ কার্টন, সবচেয়ে বেশি দামুড়হুদা উপজেলায় ১৫৩ কার্টন এবং জীবননগর উপজেলায় ৫০ কার্টন।
সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, তার ইউনিয়নে ৮ কার্টন দুম্বার গোস্ত পেয়েছিলো। সেগুলি বিভিন্ন গ্রামের এতিমখানা ও দুস্থ গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আমিন বলেন, বরাদ্দকৃত সৌদির দুম্বার গোস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এতিমখানা ও ইমামদের মাঝে বিতরণ করা হয়।