নগরবোয়ালিয়া পুরাতন জামে মসজিদে মিনার নির্মাণে দৃষ্টি আকর্ষণ

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা নগরবোয়ালিয়া পুরাতন জামে মসজিদে এলাকার সর্বোচ্চ ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণ করা হচ্ছে। উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়ার মসজিদটি আকারে ছোট হলেও মিনারটি মসজিদের সৌন্দর্যকে অনেকগুণ ফুটিয়ে তুলেছে। হাটবোয়ালিয়া-চুয়াডাঙ্গার প্রধান সড়কে নগরবোয়ালিয়া গ্রামের মাঝেরপাড়ার পুরাতন মসজিদটি ২০০ফিট পশ্চিমে অবস্থিত। প্রায় ৭০ফিট উচ্চতাসম্পন্ন মিনারটি কয়েকপ্রকার ধাতব পদার্থ দ্বারা নির্মিত হচ্ছে। মিনারটির নির্মাণ কাজ প্রায় ৬ মাস ধরে চলবে ও নির্মাণ ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য ৯ লাখ ৬ হাজার ৫শ’ টাকা যা মসজিদ কমিটি সূত্রে জানা যায়। ইতোমধ্যে এর শোভাবর্ধন জেলার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন বহু দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মসজিদের মিনারটি দেখার জন্য ভিড় জমাচ্ছে ও উপভোগ করছে।