জীবননগর ধান্যখোলায় গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা : চাম্পিয়ন আনারুল গাড়োয়ান

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের ইছাখালীর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ৪০টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকলকে হারিয়ে এ বছর চ্যাম্পিয়ন হয়েছেন ধান্যখোলা গ্রামের আনারুল গাড়োয়ান। ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা দেখতে ইছাখালীর মাঠে কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল চ্যাম্পিয়ন আনারুল গাড়োয়ানের হাতে সেরা পুরস্কার টেলিভিশন তুলে দেন।
ধান্যখোলা গ্রামের যুব সংঘ সমিতি ঐতিহ্যবাহী এ গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় কয়েকটি গ্রামের ৪০জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৪ পর্বে অনুষ্ঠিত হয় দৌঁড় প্রতিযোগিতা। গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন ধান্যখোলার আনারুল। রানারআপ কুসুমপুরের ভুন্দা ও তৃতীয় হয়েছেন মেদিনীপুরের নাজিম উদ্দিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব শুরু করা হয়। ধান্যখোলা যুব সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর, সেলিম উদ্দিন, বিশারত আলী বিশ্বাস, মহিউদ্দিন, ইউপি সদস্য আসাদ, মোমিন উদ্দিন মমিন, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।