অস্বাস্থ্যকর পরিবেশ নিবন্ধন না থাকায় ৩ বেকারিতে জরিমানা

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও নাটুদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও উপজেলার চন্দ্রবাস বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুপুর দেড়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের গাউছিয়া বেকারীকে মোড়কের গায়ে প্রস্তুতের আগে তারিখ লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৩৭ ও ৪৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস বাজারে একই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জান্নাত বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিবন্ধন না থাকায় ১০ হাজার একই অপরাধে জুয়েল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মতিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।