মেসি-রোনাল্ডোর চেয়ে দামি নেইমার

TOPSHOT - (From L) FC Barcelona and Brazils forward Neymar, FC Barcelona and Argentina's forward Lionel Messi and Real Madrid and Portugal's forward Cristiano Ronaldo pose after a press conference ahead of the 2015 FIFA Ballon d'Or award ceremony at the Kongresshaus in Zurich on January 11, 2016. AFP PHOTO / OLIVIER MORIN / AFP / OLIVIER MORIN (Photo credit should read OLIVIER MORIN/AFP/Getty Images)

মাথাভাঙ্গা মনিটর: বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? নিশ্চয় বলবেন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু না, দুজনের কেউ নন। ফুটবল পরিসংখ্যানবিদদের দাবি এমনটাই। তাদের মতে, হালের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান আন্তর্জাতিক সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সবচেয়ে দামি খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন নেইমার। দ্বিতীয় হয়েছেন মেসি। আর ৪৯ নম্বরে স্থান পেয়েছেন রোনাল্ডো। সিআইইএস সাধারণত পারফরম্যান্স, বয়স, চুক্তির মেয়াদ আমলে নিয়ে প্রতি পাঁচ বছর পর ইউরোপে খেলা দামি ফুটবলারদের র‌্যাঙ্কিং প্রকাশ করে। সম্প্রতি তা জনসম্মুখে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। আশ্চর্যের বিষয় হলেও সত্য- র‌্যাঙ্কিঙের শীর্ষে রয়েছেন নেইমার। ২১৩ মিলিয়ন ইউরো মূল্যমান নিয়ে সবার ওপরে আছেন ২৫ বছর বয়সী পিএসজির এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সময়ের সেরা খেলোয়াড় মেসি আর্থিক অনুপাতে একটু পিছিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা ৩০ বছর বয়সী বার্সেলোনার আর্জেন্টাইন তারকার মূল্যমান ২০২ দশমিক ২ মিলিয়ন ইউরো। আর সদ্য ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট’ জয়ী রোনাল্ডোর মূল্যমান ধরা হয়েছে ৮০ দশমিক ৪ মিলিয়ন ইউরো। সেই হিসাবে পর্তুগিজ যুবরাজের চেয়ে নেইমার-মেসির মূল্যমান দ্বিগুণেরও বেশি। ক্রমানুযায়ী রিয়াল মাদ্রিদ সুপারস্টার রয়েছেন ৪৯ নম্বরে।

র‌্যাঙ্কিঙে তৃতীয় স্থান অধিকার করেছেন টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউরোপের সর্বোচ্চ গোলদাতার মূল্যমান ১৯৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো। ১৯২ দশমিক ৫ মিলিয়ন ইউরো মূল্যমান নিয়ে চতুর্থ স্থানে আছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেরা পাঁচে স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন নিউ সেনসেশন পাওলো দিবালা। ১৭৪ দশমিক ৬ মিলিয়ন ইউরো নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন জুভেন্টাস তারকা।