এমপি আলী আজগার টগর ও আজাদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করলেন জীবননগরের কেডিকে ও মনোহারপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান

দর্শনা অফিস: গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে জীবননগরের নবগঠিত কেডিকে ও মনোহারপুর ইউপি নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ.লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন খান সুরু ও খায়রুল বাসার শিপলু। নবনির্বাচিত দু’চেয়ারম্যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছাসহ সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাতকালে এমপি আলী আজগার টগর বলেন, আ.লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নে খুশি হয়ে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। জনগণের আশা, আকাঙ্খা প্রতিফলন ঘটাতে নিজেকে উন্নয়নমূলক কার্যক্রমে নিয়োজিত রাখতে হবে। সেই সাথে দলের ভীতকে আরও করতে হবে মজবুত। আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকাকে বিজয় করতে নিরন্তর কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, সহসভাপতি সেকেন্দার আলী, দর্শনা পৌর আ.লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য গোলাম রসুল, আ.লীগ নেতা এনামুল হক, যুবলীগ নেতা বিপ্ল¬ব, বকুল, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আলম মানিক, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান প্রমুখ। পরে নবনির্বাচিত দু’চেয়ারম্যানসহ সকলকে মিষ্টি মুখ করান এমপি আলী আজগার টগর। পরে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও খায়রুল বাসার শিপলু সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানাতে যান চুয়াডাঙ্গা-২ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের পুরাতন বাজারস্থ বাসভবনে। এসময় দু’চেয়ারম্যানকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবার মধ্যদিয়ে নৌকা প্রতীকের সম্মান অক্ষুণœ রাখার জন্য পরামর্শ দেন আজাদুল ইসলাম আজাদ।