জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা রহস্যময় গাছ কাটা

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের বাঁকা ব্রিক্স ফিল্ডের অনতিদূরে সড়কের পাশের দুটি গাছ কাটা হয়েছে। গত বুধবার গভির রাতে এ গাছ কাটা হয়েছে। গাছ কাটার স্থানে গাড়ির গ্লাস ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। তবে সড়ক ডাকাতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কি গাছ চুরি না-কি ডাকাতির উদ্দেশে এ গাছ কাটা হয়েছিলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাত ৩টায় জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের অনতিদূরে পোল্ট্রি ফার্মের নিকট রাস্তার পাশে থাকা দুটি গাছ কেটে দুর্বৃত্তরা রাস্তার উপর ফেলে রাখে। এসময় জীবননগর থানার টহলরত পুলিশের সদস্যরা হাসাদহ অভিমুখে রওনা হলে গাছটি রাস্তায় পড়ে থাকতে দেখে রাস্তা থেকে সরিয়ে ফেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, যে স্থানে গাছ ফেলা হয়েছে সেই স্থানে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে থাকে। গাছ কেটে রাস্তা বেরিকেড দেয়ার পর টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে হয়তো ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায় বলে এলাকাবাসী অনুমান করছে। তবে কেও কেও মনে করছেন গাছ চুরির উদ্দেশে হয়তো কাটা হয়েছিলো। অবশ্য এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, গত বুধবার রাত আনুমানিক ৩টায় বাঁকা ব্রিক্স ফিল্ডের নিকট সড়কের ওপর গাছ কেটে ফেলা দেখে রাতে টহল পুলিশের সদস্যরা তা অপসারণ করলে যানচলাচল স্বাভাবিক হয়।