ভেজাল গুড়

আহাদ আলী মোল্লা

অর্থলোভী ভেজাল করেন
নিত্যখেজুর গুড়,
কেরুজ চিনি জ্বালিয়ে হয়
খাঁটি সে পুড়পুড়।

চিনির চেয়ে গুড়ের কদর
দামেও বেশি তাই
খেজুর গুড়ই ভেবে মানুষ
চিনি ঘোটা খায়।

হাট বাজেরর এমন দশায়
নাকাল তাতে লোক
ব্যবসায়ীদের পোয়াবারো
তোমার যা হয় হোক

গুড়ের নামে খাচ্ছি চিনি
ভেজাল সকল গলদ
আমরা সবাই গবরগনেশ
নাদান গাড়ল বলদ

সূত্র: (জীবননগরে চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল খেজুর গুড়)