দেড় বছর কারাভোগের পর আপন ঠিকানায় ফিরলো দুই কিশোর

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

দর্শনা অফিস: ঠিক কবে যশোরের কোনো এক সীমান্ত পথে খেলার ছলেই অবৈধ অনুপ্রবেশ করেছিলো ভারতে তা সঠিকভাবে বলতে পারেনি বাংলাদেশি ২ কিশোর। ভারতের শাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ে প্রায় দেড় বছর সেফহোমে কাটিয়ে অবশেষে আপন ঠিকানায় ফিরলো কিশোর নিত্যনন্দ ও সূর্য। দর্শনা জয়নগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমেই তাদের বিজিবির হাতে ফেরত দিয়েছে বিএসএফ। আনুমানিক বছর দেড়েক আগে নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমেরু গ্রামের ঠাকুরচন্দ্র বিশ্বাসের ছেলে নিত্যনন্দ বিশ্বাস (১৬) ও পটুয়াখালি জেলার কলাতলা উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের প্রতিবন্ধী ছেলে সূর্য হালদার (১৪) যশোরের কোনো সীমান্ত পথে মনের অজান্তেই ভারতে প্রবেশ করেছে তা নিজেরাই জানে না। ভারতের চাদগা এলাকায় শাদা পোশাকধারী পুলিশের হাতে ধরা পড়ার পরই জানতে পারে তারা এখন বাংলাদেশে নেই। প্রায় দেড় বছর কৃষ্ণনগর ঘূর্নি নতুনপাড়া অবজারভেশন সেভহোমে কাটিয়েছে সূর্য ও নিত্যনন্দ। গতকাল রোববার দুপুরে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬নং মেন পিলারের নিকট বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন গেদে কোম্পানি কমান্ডার বাগর সিং। এছাড়া উপস্থিত ছিলেন, দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আ. আলীম, দামুড়হুদা থানার এসআই মেজবাহুর রহমান। পরে ২ বাংলাদেশি কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। একটি মানবাধিকার সংস্থার সহযোগিতায় গতকালই আপন ঠিকানায় পৌঁছায় নিত্যনন্দ ও সূর্য।