ঝিনাইদহে দরিদ্র মানুষের আবাসনের জন্য শহরবাসীর উন্মুক্ত আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি: ‘সবাই মিলে আমরা পারি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দরিদ্র মানুষের আবাসনের জন্য শহরবাসীর উন্মুক্ত আলোচনাসভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের প্রস্তাব পেশ করেন। ফিলিপাইন থেকে আগত সমাজকর্মী রুবী প্যাপালার্স, দিয়ানা আয়সন, স্থপতি ক্রিস্টোফার এবরিয়ো ও ভারত থেকে আগত সিলিন ক্রজ। ঝিনাইদহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ, এনজিও কর্মী ও বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ ওয়ার্কশপে অংশ নেন। মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু কমিউনিটির বিভিন্ন দাবির সাথে একমত পোষন করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।