চুয়াডাঙ্গা চেম্বারের সাবেক সভাপাতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, চুয়াডাঙ্গার ব্যসায়ীদের মূল সংগঠন বা ফাদার সংগঠনটির প্রায় ৪ বছরের অধিককাল নির্বাচন হয়নি। নানা চক্রান্ত করে ইচ্ছে মতো গঠনতন্ত্রের ধারা অবজ্ঞ করে নিজেকে সংগঠনের নেতৃত্বে রাখতে নানা অনিয়ম করেছেন ইয়াকুব হোসেন মালিক। সে কারণেই মূলত প্রতিষ্ঠানটি শুধু অভিভাবকত্বহীনই হয়নি, কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। ফলে আমরাও নির্বাচন চাই, তবে নিয়মতান্ত্রিকভাবে। গঠনতন্ত্র মোতাবেক। প্রতিষ্ঠানের কার্যক্রক গতিশীল করতে সকল সদস্যকে এ বিষয়ে আন্তরিক হয়ে ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা দরকার।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন, হাবিবুর রহমান লাভলু। উপস্থিত ছিলেন সাইফুল হাসান জোয়ার্দ্দার, হাজি আবুল কালাম, আলাউদ্দীন হেলা, দেলোয়ার উদ্দীন দুলু, মাফজুর রহমান, মানিকুজ্জামান, জাহিদ হাসান জোয়ার্দ্দার, রাশেদুজ্জামান মানিক, ফজলে রাব্বি মনি ফিট্টু, ইলিয়াস হোসেন, মাহবুব আলম রিংকু, শাসুজ্জোহা মালিক হাসু ও অহিদ হোসেন জোয়ার্দ্দার প্রমুখ। লিখিত বক্তব্য উপস্থাপন ছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ। ঘোষিত তফশিল মোতাবেক আজ শুক্রবার ভোট হওয়ার কথা ছিলো। নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করে তা পেশকারীদের মধ্যে বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন মালিকসহ ১৫ জনের প্রার্থী অবৈধ বলে দাবি তুলে আইনি ব্যাখ্যাসহ আবেদন করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ড খারিজ করে দেয়। আপিলও তা গ্রহণ করা না হলে শেষ পর্যন্ত উচ্চ আদালতে গড়ায়। নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টও এ আদেশ বহাল রেখেছে।