দামুড়হুদায় বসন্তবরণ ১৪২৪ উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: ‌‘বসন্ত সবার প্রাণে দিয়ে যাক দোলা’ এই স্লেøাগানকে সামনে রেখে দামুড়হুদায় সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বসন্তবরণ ১৪২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামস্থ সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সমবায় পরিদর্শক হারুন অর রশিদ, বিশিষ্ট ইটব্যবসায়ী আবুল হাশেম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ওস্তাদ আসমত আলী বিশ্বাস, আ.লীগ নেতা আব্দুল কুদ্দুস, আবুল হাশেম মেম্বার, যুবলীগ নেতা শাহিন উদ্দীন, সঙ্গীতশিল্পী মাসুম বিল্লাহ মন্টু, সাইদুর রহমান, জাহাঙ্গীর মল্লিক কুদ্দুস, রাফিদ উদ্দীন, তারিফুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১ ফাল্গুন ১৩ ফ্রেরুয়ারি সকাল ১০টায় দামুড়হুদা স্টেডিয়াম থেকে বসন্তকে বরণ করতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। কৌতুকশিল্পী শ্যাম্পু টুকু, যাদুশিল্পী তুষার ইমরান, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকুসহ ক্ষুদে গানরাজ উদয়সহ দেশের খ্যাতনামা শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সভা পরিচালনা করেন সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস।