জীবননগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৮০ হাজার পিপিআর ফ্রি ভ্যাকসিন দেয়া হবে কাল

জীবননগর ব্যুরো: ঠাণ্ডাজ্বর, সর্দ্দি ও কাশিসহ পাতলা পায়খানা প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৮০ হাজার ছাগল-ভেড়ার ফ্রি পিপিআর ভ্যাকসিন প্রদান করা হবে। জীবননগর প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দুই দিন এ ভ্যাকসিন দেয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, প্রতিবছর পিপিআর রোগে বিপুল সংখ্যক ছাগল ও ভেড়া আক্রান্ত হয়ে মারা যায়। এতে ছাগল পালনকারীরা আর্থিক ক্ষতির মধ্যে পড়েন। এ কারণে গত বছর থেকে এ উপজেলায় বিনামূল্যে ভ্যাকসিনেশন কার্যক্রম চালু করা হয়েছে। ঠা-াজ্বর, সর্দ্দি, কাশিসহ পাতলা পায়খানা শুরু হলে ছাগল-ভেড়াকে তৎক্ষনাৎ চিকিৎসা সেবা দিয়ে বাঁচানো কঠিন হয়ে পড়ে। অথচ যদি পিপিআর রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ভ্যাকসিন দেয়া হয় তাহলে এ রোগে মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে আসে। সূত্র জানায়, উপজেলার ১০৫টি গ্রামের ৩৭০ কেন্দ্রে ছাগল-ভেড়ার এ পিপিআর ভ্যাকসিন দেয়া হবে। উপজেলা প্রাণিসম্পদের লোকবলসহ ৯০জন পল্লি পশু চিকিৎসক এ ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ছাগল পালনকারীসহ সকল খামারীকে ওই দুই দিন নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে গিয়ে ছাগল-ভেড়ার ভ্যাকসিনেশন সফল করতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।