চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার কৃষক আশাবুদ্দিন হত্যা মামলার ১৬ আসামির আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার কৃষক আশরাফুল ওরফে আশাবুদ্দিন হত্যা মামলার ১৬ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা আমলি আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণসূত্রে জানা যায়, নিহতের বড়ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা সদর থানায় ৩৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পালাতক ছিলেন। এ হত্যা মামলার ৩৮ আসামির মধ্যে প্রধান আসামি যুবদল নেতা ইকরামুল হক ইকরাসহ ১৮ জন আদালতে আত্মসমর্পণ করলো। এরা হলো চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের মৃত খোকাই মষণ্ডলের ছেলে হারেজ, শাহাজুল ইসলামের ছেলে সেলু, আকমন ম-লের ছেলে আব্দুল বারী, রহমান মণ্ডলের ছেলে আজিজুল, মৃত বাবর আলীর ছেলে খলিল, নুর ইসলামের ছেলে মিলন, খোকাই মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার, মৃত আলিম মণ্ডলের ছেলে কালু, মৃত তাহার মালের ছেলে জিয়া, মৃত খোকাই মণ্ডলের ছেলে কালাম, নজরুল ইসলামে ছেলে তোতা, মৃত মোবারকের ছেলে রাজ্জাক, মৃত দেলসাদ মণ্ডলের ছেলে মোজাম, মৃত সদর আলীর ছেলে জিল্লুর রহমান, মৃত মুল্লুক চাঁদের ছেলে আজিম উদ্দিন ও শফি মণ্ডল।
মামলার বিবরণসূত্রে জানা যায়, নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা সদর থানায় ৩৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পালাতক ছিলো। গতকাল রোববার দুপুরে হত্যা মামলার ১৬ আসামি আমলি চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এ হত্যা মামলার ৩৮ আসামির মধ্যে প্রধান আসামি যুবদল নেতাসহ ১৮ জন আদালতে আত্মসমর্পর্ণ করলো। অন্য আসামিরা এখনও পালাতক রয়েছে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দুপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত আতর আলীর ছেলে কৃষক আশরাফুল ওরফে আশাবুদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ ইকরা গ্রুপের লোকজন।