দিচ্ছি মুখোশ খুলে

আহাদ আলী মোল্লা

দেশের সোনা দেশের রুপো
অন্য দেশে পাঠাও,
এদেশটাকে ফকির করার
বুদ্ধি মেধা খাটাও।

পড়লে ধরা সাধু সাজো
কত্ত কথার পাঁপড় ভাজো
কিন্তু সবাই জানে,
ওসব কিছুর মানে।

তোমরা বাপু ঘাগু জিনিস
তালকে করো তিল,
কথার সাথে লুট ডাকাতির
পাইনে তেমন মিল।

ধরা যখন পড়েই গেছো
দিচ্ছি মুখোশ খুলে,
দু’কান কেটে সেলাই দেবো
না যাও যেন ভুলে।
সূত্র: (চুয়াডাঙ্গায় ৮ কেজি রুপোর গয়নাসহ তিন পাচারকারী আটক)