অতি বাড়লে

আহাদ আলী মোল্লা

অতি বাড়া বাড়লে যা হয়
তাবৎ লোকই জানে,
কিছু মানুষ দেয় না আমল
নেয় না দুটো কানে।

এর খেসারত পরিণতি
করুণভাবেই হবে,
আজকে না হয় কালকে কি বা
একটু দেরি তবে।

খুব চালাকি করে বেড়াও
খাচ্ছো কচি শশা,
সাত সেয়ানার গলায় দড়ি
লেজে গোবর দশা।

পথ গিয়েছে বন্ধ হয়ে
সব তামাশা শেষ,
কয়েদখানায় ঢুকে পড়ে
পাল্টে নিয়ে বেশ।
সূত্র: (রুপা ধর্ষণ ও হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ)