৩ ভাটামালিকের জরিমানাসহ জ্বালানি কাঠ জব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদার কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে অবস্থিত রেড ভাটা ও নিউ বোস ভাটা এবং কার্পাসডাঙ্গার রাইসা ভাটা মালিককে বিভিন্ন অনিয়মে সর্বমোট ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানাসহ প্রায় ২৭শত মণ খড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরেরর দিকে উপজেলা ৩টি ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ভাটা স্থাপনা ২০১৩ আইনে ৪ ধারা লাইসেন্স ব্যতিত এবং ৬ ধারা কাঠ পোড়ানো আইনে উপজেলার মুক্তারপুরে অবস্থিত রেড ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৭০০ মণ খড়ি জব্দ ও একই স্থানের নিউ বোস ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানাসহ ১ হাজার মণ খড়ি জব্দ করে। পরে কার্পাসডাঙ্গায় অবস্থিত রাইসা ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ হাজার মণ খড়ি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত খড়িগুলো স্ব স্ব ভাটার ম্যানেজারের কাছে জিম্মায় দেন। পরবর্তীতে জানানো হবে খড়িগুলো কি করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নিগ্ধা দাস। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ লাইনের নায়েক মোস্তাফিজুর রহমান ও পেশকার লতিফ শেখ।